
আমাদের অনেকেই মোবাইলের আসক্তি হতে আমরা টয়লেটে গিয়েও মোবাইল ব্যবহার করে থাকি। আবার অনেক মানুষ রয়েছেন তারা টয়লেটে গিয়ে মোবাইলে গেম খেলতে ভালবাসেন।
এমন অনেক লোকই পাওয়া যায়। টয়লেটে গেম খেলার সময় এক ব্যক্তি জীবনে ঘটে গেছে এক ভয়াবহ ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে—মালয়েশিয়ায় ২৮ বছর বয়সি এক ব্যক্তি টয়লেটে বসে মোবাইলে গেম খেলার সময় তাঁর পশ্চাদ্দেশে সাপ দংশন করেছে।এদিকে, নিউজ উইকের খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার সাবরি তাজালি টয়লেটে বসে ফোনে ভিডিওগেম খেলছিলেন, তখন সাপ তাঁকে দংশন করে।
সাবরি তাজালি সংবাদমাধ্যমকে বলেন, ‘দুই সপ্তাহ পর আমি ক্ষতস্থানটি পরীক্ষা করে দেখি সাপের অর্ধেক দাঁত এখনও সেখানে রয়েছে। সম্ভবত আমি সাপটিকে জোরে আঘাত দিয়েছিলাম বলে এটি ভেঙে গেছে।’
সাবরি তাজালি প্রথমে নিজের টুইটার অ্যাকাউন্টে এ অভিজ্ঞতা শেয়ার করেন।
তিনি আরোও বলেন,তিনি প্রায়ই টয়লেট ব্যবহার করার সময় মোবাইলে ১৫ মিনিট গেম খেলেন। ২৮ মার্চও তাই করছিলেন। হঠাৎ তিনি হতবাক হয়ে দেখেন একটি সাপ তাঁর নিতম্বে কামড় দিয়েছে। আতঙ্কিত হয়ে তিনি সাপটিকে টেনে নিয়ে যান এবং বাথরুমের দরজা ভেঙে বেরিয়ে যান।
তবে, সাবরি তাজালির ভাগ্য ভালো যে, সাপটি বিষধর ছিল না।