সামাজিক অপরাধ নির্মূলে সাংবাদিকদের আপোষহীন হতে হবে- মাহবুবুজ্জামান আহমেদ
বার্তা বিভাগ বার্তা বিভাগ
অনলাইন ডেস্ক

সামাজিক অপরাধ নির্মূলে সাংবাদিকদের আপোষহীন ভুৃমিকা পালন করতে হবে বলে সাংবাদিকদের উদ্দেশ্য আহবান জানিয়েছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, রংপুর বিভাগের শ্রেষ্ট ও ২ বারের সফল উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
রবিবার (২৯ মে) জেলার কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থায় লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরোও বলেন, সমাজ হতে মাদক, বাল্য বিবাহ, নারী সহিংসতা দমনে সাংবাদিক সমাজকে অগ্রনী ভুমিকা রাখতে হবে।
আলোচনা সভা ও কেক-কাটার মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলমগীর অনু’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক শেখ আব্দুল আলিম, এনটিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি সিনিয়র সাংবাদিক একেএম মঈনুল হক, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক তিতাস আলম প্রমুখ। এসময় জেলার ৫টি উপজেলার সদস্যগণ উপস্থিত ছিলেন।