নিসচা ভৈরব শাখার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের স্বীকৃতি অর্জন
মো: নাঈম মিয়া মো: নাঈম মিয়া
কিশোরগন্জ প্রতিনিধি

নিরাপদ সড়ক আন্দোলন ও বাস্তবায়নে অসামান্য অবদান রাখায় নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা’কে গত ২৮ মে (শনিবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে নিসচার ৯ম জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠানে শ্রেষ্ঠ শাখা হিসেবে সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি’।
এ সাফল্যের কারনে সামাজিক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন লিও ক্লাব অফ ভৈরব এরিস্টোক্রেট ৩১৫,বি-১ এর পক্ষ থেকে আজ ৩০ মে( সোমবার) সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই (নিসচা) কার্যালয়ে এসে সংগঠনের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন ও মহিলা বিষয়ক সম্পাদক মিসেস সাবিনা ইয়াসমিন -কে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান লিও ক্লাব অফ ভৈরব এরিস্টোক্রেট ৩১৫,বি-১ এর চাটার্ড সভাপতি লিও শিফা ইস্তেগার জিনিয়া, সহ- সভাপতি লিও গোলাম মোহাম্মদ সাবাব,সহ-সভাপতি, লিও সাইম আহমেদ,সাধারণ সম্পাদক লিও মোহাম্মদ রবিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মামুন আহমেদ,সহ- কোষাধ্যক্ষ লিও আবুল কালাম আজাদ, লিও সৌরভ আহমেদ, প্রচার সম্পাদক লিও নাঈম মিয়া, আইটি সম্পাদক লিও শামসুল মামুন,কার্যকরি সদস্য লিও ফখরুদ্দিন আহমেদ প্রমুখ।