
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে আগামী ১৯ শে জুন থেকে আরম্ভ হওয়া সব শিক্ষা বোর্ডের মাধ্যমিক, এসএসসি, ভোকেশনাল মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
১৭ ই জুন শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ হাইয়ের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে সিলেট সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলা বন্যার পানিতে ডুবে যায় বিশেষ করে হাওর অঞ্চল গুলোতে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এছাড়াও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। এতে করে বিপাকে পড়েছে বন্যাকবলিত এলাকার লোকজন। যে অবস্থায় পরীক্ষা নেয়া বেশ কঠিন হয়ে পড়েছে।
সে কারণে সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।